স্পর্শদোষ
মৌসুমী চক্রবর্তী ষড়ঙ্গী

তারুণ্য দিয়েছে যত গভীর মিঠাস
তাতেই তোমার তৃপ্তি ?
তুমি তাকে করেছ লালন
ছুঁয়ে দেখো, চেখে দেখো বিনোদন-ত্বক – – –
পুরোটাই শুধু রক্তে মাংস ছয়লাপ ।
গহন বিশ্বাস থেকে উঠে আসে মসৃণ-যাপন
তাকে যত্নে তুলে নিতে যে হাত বাড়ায়
প্রিয়তমা __কেন তাতে বারবার মৃত্যু-ফুল ফোটাও!
Gorachand Chakraborty
November 5, 2020 |ছোট্ট হলেও কবিতাটিতে বিরাট প্রাপ্তি।
Nibedita Paul
November 23, 2020 |অপূর্ব। অল্প কিছু পরিসরে অনেক কিছু বলা আছে।