দুটি কবিতা
অরিজিৎ চক্রবর্তী

১
বোধচক্র
আমার দুঃখ নেই, অশ্রু আছে শুধু
সেখানে কবিতা আর দীর্ঘ পথ ধুধু…
“প্রত্যেক সৃষ্টির গোপনে ইতিহাস থাকে”— কথাটির নাভিমূলে রোপণমুদ্রায…
অভিশপ্ত ফাল্গুনের ভেজা মৃত্তিকাতে—
রুধি যদি কেঁপে ওঠে মৌন শিহরণ
আসঙ্গ লিপ্সায় জাগে যৌথ ক্রোমোজোম!
২
লীলা
ট্রেনের জানালায়
তুমি বসে আছো
চোখে ঊষাসুক্ত
নদী নির্জনতা
কিছু বলবো ভেবেও
বলছো না কিছু
গতিজাড্যে আমি
সরে যাই দূরে
আরেকটি অন্তহীন
ফুল ফোটে ডালে
আলম্ব বিন্দুর মতো
স্তনের আড়ালে!