মেঘলা দিনের চিঠি
সৌভিক বন্দ্যোপাধ্যায়

প্রীতিভাজনেষু,
এসব মেঘলা দিনে, শাওয়ারের তলায় নিজেকে পুরোপুরি মেলে ধরতে নেই, পথবাঁকে মণি -মুক্তো ছিনতাই হয়ে যেতে পারে। বহতা জলে যে ছুরি থাক, তার ধার নিয়ে পুঁথি লিখে গেছেন দার্শনিক কনফুশিয়াস, আমি নিশ্চিত, সেসব আপনি পড়েননি… তাই সাবধানে, নয়ত গোপন রক্তপাত অনিবার্য। এই যে চারিদিকে ক্যাকোফোনি, মাল্টিপ্লেক্সের কোণের অন্ধকারে চালু থাকা সিনেমা, এই অনলাইন, অফলাইন, বিটুইন দা লাইন্স চোরা রঁদেভ্যু – এই সবকিছু পেরিয়ে, সম্পর্ক ভাঙার শব্দে কানে তালা লেগে যায় না, আপনার ? মনে রাখবেন, এসব মেঘলা দিনে লিরিল সাবানের মত ক্ষয়ে যেতে থাকে ভ্রমণের মরসুম, মনে রাখবেন শাওয়ারের তলায় নিজেকে পুরোপুরি মেলে দিতে নেই, শহরের গোপন চোখ বাথটবে আধশোয়া হয়ে আপনাকে দেখছে। মনে পড়ে, জঙ্গলে একদিন চেক-পোস্ট পেরিয়ে ডোরাকাটা চুম্বন ? কিংবা, প্রীতিভাজনেষু , ইনোসেন্স হারিয়ে ফেলার পর নুড়িপাথর বিছানো পথ ? কতটা মেমোরি লস হলে, বিষন্ন ব্রেসিয়ার হাওয়ায় উড়িয়ে দেওয়া যায়, তা আমি জানি, তাই আপনাকে ক্ষমা করবার জন্যে সল্টেড কাজু হাতে বসে আছি ফাঁকা করিডরে। শুধু অনুরোধ, প্রীতিভাজনেষু, এসব মেঘলা দিনে, শাওয়ারের তলায় নিজেকে পুরোপুরি মেলে ধরবেন না। মনে রাখবেন, আমার ময়লা স্কুটার আপনার বাড়ির সামনেই পার্ক করা আছে আজন্মকাল, আপনার কোনো বিপদ ঘটলে, তার ভাঙা হেডলাইট এখনও জ্বলে উঠবে। জ্বলে উঠবে, কিন্তু রাস্তা শেষ হয়ে গেছে বলে, চাকা চলবে না। তাই সাবধানে, বাকি মণি -মুক্তো ছিনতাই হয়ে যেতে পারে।
Rupa Mukhopadhyay
November 6, 2020 |অসাধারণ!
Ranjana Chaudhury
November 6, 2020 |উফ অসহ্য সুন্দর।
Kaushik Sen
December 8, 2020 |একটি অসামান্য লেখা পড়লাম। বিনম্র শ্রদ্ধা জানাই কবিকে …🙏