জগন্নাথদেব মণ্ডলের কবিতা

কালমেঘের বনে গতরাতের তারা বিঁধে আছে যেন সকালবেলার নম্র পদযুগলখানি।
মহিষ চরেছে একলা, মাথায় পেকে যাওয়া শিঙা, বকের দল ঘুরে ঘুরে খুঁটে খায় ছায়া।
শেফালী বলো তুমি, আমি কি আর্যদের রাতের মশারি টাঙিয়ে আসিনি সুপুরিবনের খোসায়!
এখন বোষ্টুমপথ, হাতে জিরে ধরা, ডিম, খেজুর,
গলায় মদের রসে ভিজে গেছে কবেকার পায়রা।
পুরোনো কেল্লার মাঠে সকালের ডানায় কেন ঝিঁ ঝিঁ?
না খেতে পাওয়া লোক চেয়ে দ্যাখো শুয়ে আছে ভেড়ার বুকের তলে।
রুটি দাও, মুড়ি এক খুরি, কাল মিটিয়ে দেব
বলা আমার প্রেম পথে শুয়ে পেটমোটা ঢোঁড়া সকরুণ
যেন চিরদিনের গতরখাগি!