বাতিস্তম্ভের ঘুম
স্নেহাংশু বিকাশ দাস

গোধূলিতাড়িত আকাশ নির্জন হল আরও, বিষণ্ণ হল
তাকে ফেরানো হবে না হরিণীর শুভ্র জোয়ারে
সামান্য স্মৃতির ঘরে নিঝুম স্বপ্ন নিয়ে নিজের ভেতর
ধ্যানে বসেছে তামাম ভাঙনের ক্রুশকাঠ
আগুনও অচেনা জেনে শব্দ পিছলে পড়ে মসৃন ত্বকের ওপর
দিনভর আঙ্গুলে উড়ে যাচ্ছে গমের ক্ষেত
ভুলে যেতে চাইছে ঝলসানো দরজাখিলান
ক্রমশ বিপন্নতার চোখ বদলে যায়, আধোঘুম ঢেউ
কিংবা উদ্ধত শিকলের এক একটি কবিতায়
স্লোগান জুড়ে জুড়ে পাঁজর ফুরিয়ে আসছে
তখনও নদীবাঁক গাঢ় হচ্ছে বাতিস্তম্ভের ঘুমে
chayan
November 5, 2020 |অদ্ভুত সুন্দর, এক মায়ায় বাঁধা। ঘোর লেগে রইল
সুব্রত মণ্ডল
November 9, 2020 |খুব ভালো লাগলো