আড়াল ও উপকথা
পিয়ালী বসু ঘোষ

১)

তোমার ফেরার অপেক্ষা করি| অথৈ মেঘমালা দিগ্বিদিকে ছড়িয়ে গেলে মনে পরে আমার তো স্মরণীয় কিছু নেই
মন বলতে অথৈ ঘূর্ণি
তার তল পেতে পেতে তুমি আমি কতবার বুনোতরলে ধুয়ে নেবো শোক
তবু অপেক্ষা যেন আকাশভাঙা শ্রাবণ
রক্তমাংসে যে ভাষাবোষ্টমীর বসত
তার নির্জন খঞ্জনি রিনরিন করে নগ্ন দুহাতে
শিউরে উঠি
এর বেশি কিছুনা

২)
অতীন্দ্রিয় হয়ে ওঠো
অনির্বচনীয় কোনো মরমিয়া বোধি
কোটর জুড়ে ছড়িয়ে থাক ঢেউ
পাখপাখালির হাসি
আমাদের গৃহ না হোক, গ্রহন হোক
শিল্প না হোক, সাঁকো হোক
পদ্মপাতায় টলমল করুক
হিমগর্ভ ঋতু আর প্রণয়প্রস্তাব

৩)
এইযে তোমার কাছে বোকাবোকা হাত পাতি
বলি, দাও
আমার যা কিছু আছে -অগ্নি কিংবা জ্বরা
আমার গৃহস্থ উপকথা
সারারাত বিছানায় ছড়িয়ে থাকা রক্তে মাখামাখি জন্মদিন
সেসব, সবই
ঈশ্বরের অপরূপ জ্যোৎস্নায় ভেসে বেড়াবার আগে
প্রকৃতি ও পরিণতির বিষক্রিয়া
তোমার ভিতরে ছড়িয়ে পড়ার ভয়ে হাত পাতি, প্রতিদিন|
আর তুমি ভুল বোঝো আমায়

6 Comments

  • Semima hakim

    Reply January 1, 2022 |

    খুব খুব ভালো লাগল রে পিয়াল
    আরও লেখ। পড়ি।

    • Soumi Acharya

      Reply January 1, 2022 |

      আমিও তোমার কবিতার কবিতার কাছে হাত পাতি,কি অপূর্ব লেখা,অসাধারণ।ভালোবাসা জেনো।

    • Kaushik Sen

      Reply January 2, 2022 |

      দুর্দান্ত লেখাটি! বিনম্র শ্রদ্ধা জানাই কবিকে।

  • দেবলীনা

    Reply January 2, 2022 |

    দুর্দান্ত লেখা 👏👏

    • পাপড়ি গঙ্গোপাধ্যায়

      Reply January 3, 2022 |

      সুন্দর লেখা

  • Tanima Hazra

    Reply January 3, 2022 |

    বিষন্ন স্নিগ্ধ

Leave a Reply to Tanima Hazra Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

loading...