বিনির্মাণ
মধুছন্দা মিত্র ঘোষ


১.             কয়েক শিশি অ‍্যাক্রিলিক রঙ ও তুলির সুত্র ধরে, ক‍্যানভাসে প্রকাশ করতে চেয়েছি মনোহর ওয়াল-হ‍্যাঙ্গিং… আপাতত আউটলাইন ট্রেসিং করা যুগলবন্দী নারী-পুরুষের স্বপ্নসহবাস ভঙিমা…
২.          দীর্ঘ তুলির আঁচড়ে ঘনিয়ে আসে মেঘ-বৃষ্টি-আঁধার…  যৎসামান্য ইচ্ছেপুরণ… বস্তুত প‍্যালেট উলটে,  রঙ ধেবড়ে   ব‍্যাপারটাই হারিয়ে গেল…
৩.          কিছু কিছু নিভে যাওয়া দীনতা ঢেকে দিতে কামার্ত পুরুষ ব্রীড়াময়ী নারী অবয়ব চমৎকার দক্ষতায় লিপিবদ্ধ করতে যেয়েও থমকে গেছে…
৪.          সেইসব চিত্রকল্প, অনিশ্চয় যাপনকথা, নাটকীয় অভিঘাত সৃষ্টি করে… প্রবল অনুশীলনে প্রকাশেও অপ্রকাশ থেকে যায় যাবতীয় ইশারা সমন্বয়…
৫.          অসংবাদিতভাবে মেনে নিতে কিংবা মানতে বাধ‍্য হচ্ছি নিরাপদ দূরত্ব… প্রগাঢ় নৈরাশ‍্য নিয়ে যুগলের শৃঙ্গারমূর্তির সঠিক ভঙ্গি আয়ত্বের বাইরেই রয়ে যায়…
৬.          অস্থির কিছু প্রার্থনা কিছু বিকল্প আয়োজনে, অসহবাস মুহূর্ত পেরোতে থাকি এক পা এক পা করে… সাক্ষী থাকেন ঈশ্বর…

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...