পাঁচটি কবিতা
তৈমুর খান
ধুলো
তোমাদের কথোপকথনের আলো এসে পড়ছে
ধূসর বাগানে আজ আমি একা
আমার সব স্বপ্নের প্রজাপতি উড়ে গেছে
এখন শুধু ধুলো নিয়ে ভাবি
সব ধুলো
দিগন্তব্যাপী শুধু ধুলো উড়ছে
তোমাদের কথোপকথনের আলোয়
আমার অস্তিত্ব ধুলো হয়ে পাক খাচ্ছে
নাচ
জীবন, আজ নাচ দেখাবে না?
ঘন কৃষ্ণ মেঘে ছেয়ে গেছে প্রণয়-উঠোন
যুবতী-বিশ্বাস আজ ঘোরাফেরা করে
মিথ্যা আশ্বাস এসেছে টোপর পরে
কতফুল শোভা দিচ্ছে অশোভন বিকেলে
জীবন, নূপুর পরবে না তুমি উচ্ছ্বাসের শিখা মেলা?
অক্ষরবৃত্ত
একটু একটু করে ভালোবাসা সেলাই করছি
সম্পর্কের সুতো ছিঁড়ে যাবে বলে
কেবলই আমার ভয় করে
স্বপ্নদের ক্রিয়ার পাশে আত্মহত্যাদের চলাফেরা
কথা বলি না তবু কারও সাথে
এই একটুখানি ভাবনার ঘরে
সবাই আসতে চায় হুড়মুড় করে
আমার অক্ষরবৃত্ত বড়োই লাজুক
দাঁড়াতে পারে না কারো কাছে!
ঢেঁকি
প্রাচীন কোনও ঢেঁকি
আমার ভিতরে ওঠানামা করে
কারা রোজ পাড় দেয়
আলতা পরা খালি পায়ে?
সমস্ত ধূসর ধান চাল হবে বলে
আমি তার অপেক্ষায় থাকি
পাড়ের কম্পনে জেগে জেগে
আমার নির্ঘুম রাত কাটে…
উৎকণ্ঠা
সহ্যের সীমানা আঁকি
অসহ্যের তাপ মেপে মেপে
দারুণ হল্লা তবু লুটায় চৌকাঠে
চারিদিকে সঙ্গমের রাত
পার্থিব ও অপার্থিব মোহনায়
নারী ও পুরুষ মিলে উলঙ্গ হয়
উৎকণ্ঠা তীব্র হলে
সভ্যতায় দলে দলে জন্মায়
নির্বোধ সন্তান…
Amit Chakrabarti
January 2, 2022 |নাচ এবং ঢেঁকি দুর্দান্ত। ভীষণ উপভোগ করলাম।