কথা
সুমিত পতি
কথারা নীল হয়ে এলে মাছরাঙা ডুব দিয়ে তুলে নেয় মাছের অতীত
গেঁড়ি গুগলির জীবন পেরিয়ে পানকউড়ি বেছে নেয় শূন্যে উড়ান
বকের নিমগ্ন দৃষ্টিতে চোখ রেখে প্রান্তিক চাষা বুঝে নেয় মাটির বতর
চাষাবউ জানে মাটি নির্মল হলে মাটিতেই মিলে যাবে গোপন কথারা।
কথা ছিলো পূরণা পুকুরের অলৌকিক গল্পে আমরাও পাব গুরু সংবাদ
পাতাল বুড়ি ভর দুপুরে লুকিয়ে নিয়ে যায় দুস্টুমির পড়ন্ত শৈশবের গল্পে
সেদ্ধ ধানের গন্ধে মুছে যায় কুয়াশার কারুকার্য রৌদ্রের আঘ্রান মেখে।
জীবন আসলেই কথার উপর কথা দিয়ে চলা নিবিড় এক সেতু বন্ধন
এ বাঁধন আলগা হলেই মাটি আর আকাশ বলবে দুঃখীজীবনের কথা…
মণ্ডল সুব্রত
January 1, 2022 |অপূর্ব লাগলো। প্রথম লাইনেই এক আশ্চর্য গভীরতা ঘিরে ধরল। দারুন বন্ধু ❤️