দুটি কবিতা
অমিত সাহা

চোখ

সত্যের ধাঁধায় অন্ধ নির্জন নির্মাণ, চোখ আঁকতে গিয়ে শিল্পী টের পায়
তুলতুলে শরীর ছেড়ে তুলি মিথ্যে নিয়ে সুখী…
        পেন্সিলে সত্যের অনিশ্চয়!
ক্যানভাস জুড়ে নৈশ্য প্রহরীর বাঁশি বাজে, প্রতিটি আক্ষেপে জন্ম নেয়
                             রং বিদ্ধ বিনির্মাণ!
আটপৌরে ধাপ্পাবাজি ছেড়ে শূন্য আঁকতে চায় যে কবি সে জানে
একক শূন্যের মাঝে আরও দুটো শূন্য এনে দিতে পারে
           শূন্যতার অনন্ত ইশারা…

আড়াল

সিদ্ধান্তে লুকোনো আছে জিজ্ঞাসার জন্মদাগ
আর আছে বিস্ময়-সাধনা।
সিঁদুরে জড়ানো থাকে সধবা সংগীত!
বিপন্ন হয়েছে যে আড়াল তাকে রোজ দেখি
জন্মপাপ বুকে নিয়ে ছায়ার নিকটে গিয়ে
                সূর্যবমি করে…
গাছের তলায় বসে পাতার মর্মরে নিঃস্ব হয় রোদ,
নিঃস্ব হওয়ার আকাঙ্ক্ষা থেকে
নিজেকে সরিয়ে নিলে সঙ্গী হয় বিপন্ন আড়াল!

সিদ্ধান্তের কাছে গিয়ে দেখি
তর্কপ্রিয় জিজ্ঞাসাসমূহ কতগুলি সম্ভাবনা নিয়ে
সিঁদুরে সাজাচ্ছে নিজেদের…
আর শুকনো পাতায় স্বরলিপি বাঁধছে বিধাতা-বিস্ময়!

অলংকরণঃ কল্লোল রায়

2 Comments

  • Ishita Bhaduri

    Reply June 27, 2021 |

    ভালো লাগলো, বিশেষত আড়াল কবিতাটি

    • অমিত সাহা

      Reply June 28, 2021 |

      ভালবাসা দিদি।

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...