নন্দিতাকে
সুব্রত মণ্ডল

একদিন স্বপ্ন দেখেছিলাম আপনাকে সামনাসামনি দেখবো। দু-চারটে খুচরো আদর দিয়ে ভরিয়ে তুলবো সভামঞ্চ। কার্ডিফের রাজপথ ঘুরে ঘুরে ব্যানারে ভরিয়ে তুলবো কনকাঞ্জলী। দেখবো উপেক্ষা ও আবেগে আপনার হৃদয়গ্রাহী কন্ঠে কিভাবে জেগে ওঠে ভোরের কোকিল! কিভাবে একজন ব্যর্থ মানুষ প্রেমিকা হয়ে ওঠে! এসব ভাবতে দিনের পর দিন কলিজায় বিষ ঢেলে যেতে হয়নি আমাকে। এসব ভাবতে সম্পর্কে চুন সুরকি দিতে হয়নি আমাকে। পরিযায়ী পাখিদের ঝরে যাওয়া পালক একটা একটা কুড়িয়ে স্বপ্নের ঘর গড়েছিলাম শুধু। সময়ের অভাবে সেও ভেঙে যাবে ভাবিনি কখনো। 


আমার সমস্ত সময় একদিন লুকিয়ে পড়ুক জাত বেশ্যার আঁচলে। আমার সমস্ত সময় নগ্ন হয়ে হারিয়ে যাক ভুল জীবিকার তাগিদে। আমার সমস্ত সময় পড়ে থাকুক আপনার গোপন চিলেকোঠায়। তবুও আপনার কন্ঠ স্বারস্বত লাভ করুক ম্যাডাম। আপনার হৃদয় কোমল হয়ে উঠুক আরও। আপনার সমস্ত অভিমান গান হয়ে ছড়িয়ে পড়ুক মানুষের মুখে মুখে, এর বেশি আমার আর চাওয়ার কিছু নেই। আমিতো ব্যর্থ প্রেমিক মাত্র, এই জীবনে ভালোবাসা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই আপনার কাছে। আমার কিছু চাওয়ার আগে বরং সমস্ত কার্ডিফ নন্দিতা রঙে ভরে উঠুক। পৃথিবীর সমস্ত সমুদ্র নন্দিতা স্রোতে আছড়ে পড়ুক জনসমুদ্রে। এবং সমস্ত আকাশ মুখোমুখি বসে থাকুক একজন নন্দিতার জন্য।

2 Comments

  • ঝর্না বিশ্বাস

    Reply March 15, 2021 |

    খুব ভালো লেখা।

  • সুব্রত মণ্ডল

    Reply March 18, 2021 |

    ঝর্না বিশ্বাস, ধন্যবাদ আপনাকে 🌹🌹

Leave a Reply to ঝর্না বিশ্বাস Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

loading...