হিসেব
বাসব মণ্ডল

এক

কাঁচ থেকে আয়না
হয়ে উঠতে গেলে
শিখে নিতে হয়
দুরত্ব ও আলোর
কৌণিক হিসেব

দুই

ভাঙা আয়নাতে
ধরা দেয় শত সহস্র
অবয়ব
যেমন আছো তুমি
সম্পর্কের শেষে ও

তিন

ঘুড়ি কিভাবে উড়তে ভালোবাসে
শাসনে না না-শাসনে
তা হয়তো
ঘুড়িও বলতে পারবে না

চার

স্টাটাসকো মেনে
চুলকে দিচ্ছি পিঠ
আর সে
বুকমার্ক সরিয়ে
উল্টে নিচ্ছে পাতা

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...