যুদ্ধ
অনুষ্টুপ শেঠ

অবশেষে
সে আজকেও জিতে গেল।
অদম্য আগুনের মত তার সমস্ত প্রতিপক্ষকে
ধ্বংস করে
রক্তে রক্ত চারণভূমি ছেড়ে পায়ে পায়ে
ফিরে এল ঘরে।

শিরস্ত্রাণ খুলে ফেলল, চুল এলো, জটাপড়া
খুলে ফেলল
ঘাম আর রক্তে মাখামাখি পোশাক
নিরাবরণ শরীর জুড়ে
ক্ষত
ক্ষত
ক্ষত

সে আবারও যুদ্ধে যাবে কাল।

একথা লুকিয়ে রেখে-
প্রতিদিন আরও রক্তশূন্য ফ্যাকাশে হচ্ছে তার ঠোঁট
আরেকটু শুকনো হয়ে উঠছে চোখের কোল
বুক থেকে আরেকটু খসে যাচ্ছে মায়াবাকল।

এভাবেই, সে
গাছ নয়, জ্যোৎস্না নয়, আলোকবর্তিকা নয় –
প্রস্তরমূর্তি হয়ে যুদ্ধপ্রান্তরে একাকী দাঁড়িয়ে থাকবে, একদিন,
এই জেনে।

4 Comments

  • Arundhati sahagupta

    Reply March 22, 2021 |

    যুযুধান ।আগামীর প্রস্তুতি।গাছ নয় ।জ্যোসনা নয়।আলোকবর্তিকা নয়।একাকী প্রস্তরমূর্তি।অনন্য ব্যজনা লেখাটির।প্রণাম জানাই।

  • সঞ্চালিকা আচার্য

    Reply March 22, 2021 |

    “বুক থেকে আরেকটু খসে যাচ্ছে মায়াবাকল”― এই উচ্চারণে যেন ধরা রইলো কঠোর সাধনার যাবতীয় ইতিহাস। অপূর্ব কবিতা।

  • মণিকুন্তলা গুপ্ত

    Reply March 26, 2021 |

    মানুষ জন্মসংগ্রামী, সভ্যতার সেই
    প্রত্যুষকাল থেকে । লড়াইয়ের
    পরম্পরায় গাঁথা জীবন৷। যাপনের
    নিরন্তর ওঠা পড়ার মাধ্যমে
    মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে
    পেরেছে। জীবনের এই সংগ্রামটা
    লড়তে হয় মানুষকে একাই স্থিতধী
    প্রত্যয় নিয়েই। বহিরঙ্গ জীবনে
    অস্তিত্বের লড়াই ছাড়াও অন্তরঙ্গ
    জীবনে যে মানসিক টানাপোড়েন
    সেটাও তার একাকী জীবনের
    গভীর গোপন লড়াই। বহির্জগৎ
    ও অন্তর্জগতের এই দ্বৈরথে মানুষ
    একাকী যোদ্ধা জীবনের রণক্ষেত্রে
    সে স্থানু পাথরের মূর্তির মতো
    দাঁড়িয়ে থাকে । এবং দিনের শেষে
    এই আজন্মসংগ্রামী আগামী দিনের
    যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আর
    এভাবেই সে তার উত্তরসূরীর মধ্যে
    প্রোথিত করে যায় তার সংগ্রামী সত্তা।

    অনন্যসুন্দর ।

  • সমরেন্দ্র বিশ্বাস

    Reply April 11, 2021 |

    ভালো লাগলো!

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...