অসমাপ্ত প্রত্নের গল্প
হরপ্রসাদ রায়

যারা চলছিল, তারা পথ ছাড়া অন্য সব উপেক্ষা করেছিল, এমনটা নয়
ক্ষয়ে যাওয়া পাথরের কথা না উঠলেও উঠতে পারে, তবে প্রতিটি মাইল-ফলক
অন্তত কারও না কারও বিশ্রান্তির গল্পে যতিচিহ্ন হয়ে থেকে গেছে ;
অথচ কোন পথ-পাথরেই পায়ের শব্দের কোন শিলালিপি নেই। অসমাপ্ত প্রত্নগল্প সব।

পথ আছে, পথ শেষ হবার আগেই গন্তব্যও রয়েছে কোথাও
পথিক পথের শেষ বস্তুতঃ কদাচিতই খোঁজে

যে কোন প্রত্নের গল্প প্রাথমিক বীজপত্র মেলে অর্বাচীন বিশ্বাসের খাঁজে,
ঘামের ফসিলও খোঁজে কেউ কেউ খননের পরতে পরতে ;
মনে হয়, এই সব উন্মত্ততা থেকে ইতিহাস লেখা শুরু হয় —
সত্যি সত্যি জাতিস্মর বলে কেউ নেই, কোন কালে ছিলনা কখনো।

যাইহোক,
কালকের কোন কিছু স্পষ্ট নয়, আজকের ফলক পেরিয়ে যতটুকু, সাকুল্যে সেও শুধু অসমাপ্ত প্রত্নের গল্পই।

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...