হাসতে জানে এরকম জোড়া জলভরা দুটো চোখ
অমিত চক্রবর্তী
ক্যামেরা বিষণ্ণা ছিল আজ , নীল কিন্তু সাবলীল
তার ক্ষয়, নষ্টনীড়ের ছবি তুলে তুলে
স্নায়ুচাপ হয়ত, সেই থেকে এই কাহিনীর শুরু।
আমিও অসর্তকে পা বাড়াই সেই হড়কা চাতালে,
যেখানে বেঁচে থাকা আর বেঁচে থাকার নিয়মগুলি নিয়ে
গুলিয়ে ফেলেছিল সবাই, না বলতে শেখেনি
ফেরারী আক্রমণে বা কাঁচা মুদ্রার প্রলোভনে।
সাবধানবাণী কিন্তু বহুদিন থেকেই ছিল, ছাপা ছিল বই
প্রান্তরে বা গেটে ঢোকার মুখে, মন উড়ুউড়ু এখন লেন্সের,
কারণে অকারণে শিরা দপদপ,
আমরা জানতাম ও ক্যামেরা পালাবেই
একদিন, ফেরিতে চেপে জল ছিটোবে উল্লাসে,
দু আঁচলা ভরে, ঢাকনার আশেপাশে খুঁজে বেড়াবে
হাসতে জানে এরকম জোড়া জলভরা দুটো চোখ ।