স্বেচ্ছাবৃত্ত
রাজেশ গঙ্গোপাধ্যায়
দুধের সর জমতে জমতে যে বাটির কিনারে জমে উঠত ক্কাথ, সে রূপকথার স্বাদ পেরিয়েছি একা…
দিনটা ঢাল বেয়ে সন্ধে হয়ে এলে, বাটিটা উল্টে যেত সারা আকাশ জুড়ে।
সেদিকে তাকিয়ে থাকতে থাকতে পিপাসাও মুছে এলে ভয় হত,যদি সেই পাখিটার মত…
নাঃ! তেমন কিছু ঘটেনি যদিও, কিন্তু আরও কি কি যেন ঘটে গিয়েছিল, ওরা জানে, আমার খেয়াল নেই।
না থাকার রন্ধ্রপথে স্পষ্ট হয়ে উঠেছিল অ্যাসাইলামের ঠিকানা।
স্থির জলপৃষ্ঠে আমি তরঙ্গের বিভঙ্গের মত কখনো হাওয়ার লব্জে খুলে রাখিনি নুপুর…
ওই ঝরে পড়া পাতাটিরও জানা…
নীলকন্ঠ ফুলের গায়ে যে রোদ্দুর স্পর্শ রেখে যায়, তাকে অনুরোধ করি –কাউকে বোলোনা, ভাল আছি।