স্নেক উওম্যান
শাশ্বত গঙ্গোপাধ্যায়

বিষধর কোনো এক সাপিণীর প্রেমিক ছিলাম
স্বরূপ বুঝিনি আগে,রঙ ধরা হেমন্তের শেষে
জঙ্গলে ঘাসের মধ্যে সে এমন ফণা তুলেছিল
স্বচ্ছতোয়া ঝর্ণাটির পাশে, ভরা কাকজ্যোৎস্নায়
অচেনা রতির ছন্দে উদ্দাম ঘূর্ণনে সেই নাচ
মনে হয়েছিল কোনো স্বর্গছেঁড়া অপ্সরার মায়া…
দূরে মাঠে বাজ পড়লো,পাতা দিয়ে তৈরি বিছানায়
আমরা দুজন যেন মিথুনের মূর্তি,তার ঠোঁটে
চুম্বন করতে গিয়ে ঠোঁট রেখে সরিয়ে নিয়েছি
লকলকে চেরাজিভ,সেইরাতে শৃঙ্গারকালীন
তলপেটে হাত দিয়ে চমকে দেখি চাকা চাকা আঁশ
আমাকে বেহুঁশ দেখে,চলে গেল হাইবারনেশনে
খোলশ রয়েছে পড়ে আর আমার উরুর দুপাশে
দংশনের দাগ,সেই গোপনে ফোঁটানো বিষদাঁত
Mausumi Chaudhuri
June 30, 2023 |কবিতার বিষয়টি সাধারণ।
প্রকাশভঙ্গি ও শব্দচয়ন বেশ ভালোলাগল।