সোনার বর্শা
রাখী সরদার
সহজ বন্ধুতার আড়ালে
স্মৃতিকে ভ্রংশ করতে এসেছ!
এত ক্ষুদ্র করে তুলছ আমার অস্তিত্ব
অথচ সেই কবেই অপার বিস্ময়ে
তোমার নিভৃতে বন্দি, বারবার মরে
যেতে চেয়ে হয়ে গেছি দূরধন্য এক
প্রজাপতি।
মনে হলো এই ভালো – আামি তো
আর মানুষ নই…
মস্তিষ্কের কোষে কোষে
যন্ত্রণার ঝড় উঠলে ভেঙে পড়ে ডানা,
ভুলে যাই ফুলের শরীর ঘিরে মধুর
ফোয়ারা, বন্য ঘ্রাণ
আমার কি দেহ নেই? হয়তো বা আছে
কোনোদিন তুমি ব্যাক্তিগত হলে
এই ব্যথিত আঙুল ছুঁয়ে দেবে সেই
সোনার বর্শাটা
লেলিহান আগুন শিখায় পরাভূত
যাবতীয় কালো। পাতালগ্রাসী
অন্ধকার ভেঙে শুধু দ্যুতি বিচ্ছুরণ,
শুধু নৈঃশব্দ্যপ্রণয়…