সুফি নৃত্যের পাঠ
মারুফ আহমেদ নয়ন


মোনাক প্রজাপতি ও চন্দন বনের উপখ্যান তোমাকে শোনাবো বলে মাসালং নদী তীরে পেতেছি মাছরাঙ্গার সংসার। শিকার করি মাছের আয়ু। লুকিয়ে পড়ি গাছের স্বর্গে। রাত্রির সামিয়ানা নিয়ে নেমে আসবেন, দ্রাক্ষারসের দেবী। যিনি জানেন, ঝর্ণা ও পাখিদের তদারকি। তিনি আমাকে দেবেন, মহব্বতের ফায়সালা। এতোকাল বিদীর্ণ হৃদয় নিয়ে কেন ঘুরেছি সূর্যমুখী ও সাপেদের অভয়ারণ্যে।

জেনেছি, ফুলের যৌনতা। তোমার কুশল। উদ্ভিদের কামনায় অপরিচিত পতঙ্গজন্ম। তোমাকে পেতে মরিয়া হয়ে, হারিয়েছি রাত্রির পূর্ণ চন্দ্রিমা। মধুর লগণ পেরিয়ে যায়। তুতেনখামেনের সৌরনৌকা ভাসে নীলনদের জলে। সম্রাট মেনকৌরকে যখন পাতার আয়ুর প্রসঙ্গে বললেন পুরোহিত। তাতেই বিমর্ষ সম্রাট উজ্জ্বল আলোকে কয়েদ করলেন রাত্রির পিঞ্জিরায় আর নিদ্রাকে ডুবিয়ে রাখলেন মদের পাত্রে। তারপর মত্ততা আমোদ-প্রমোদে।

তোমাকে হারানোর ভয়ে ভীত হৃদয়। উন্মাদ হয়ে উঠে। নিশুতি রাত্রির গতরে চুম্বন করি। বলি, আমাকে করলে হরণ। লুকিয়ে রাখলে প্যাংগং লেকের জলাধারে। যেদিকে দৃষ্টিপাত করি, রুক্ষ পাহাড় ও মরু জোস্নায়, নিজেকে ভারবাহী গাধার মতো মনে হয়। বলি, এক সামান্য বংশীবাদকে কেনো শেখালে তুমি সুফি নৃত্যের পাঠ।

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...