সম্পাদকীয়
অর্ঘ্য দত্ত


— “অর্ঘ্য দা, বম্বেDuck-এর আগামী সংখ্যার বিষয় নাকি ‘এলজিবিটিকিউ’?” ফোন করে প্রশ্ন করে কলকাতার এক অত্যুৎসাহী ভ্রাতৃপ্রতিম কবি বন্ধু।
— “কেন?” বিরক্তিসহ প্রতিপ্রশ্ন আমার দিক থেকে।
— “খ্যাঁক, খ্যাঁক… গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় পেলে না? ছক্কা-সংখ্যা করছ?”
বয়সের কারণেই হয়তো আজকাল দ্রুত ক্রুদ্ধ হয়ে উঠি। উত্তপ্ত স্বরে বলি, “না, এবারের সংখ্যা কোনো একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক সংখ্যা নয়। হলে, সেই নামেই চিহ্নিত করতাম। যেমন এর আগের সংখ্যাগুলো করেছি। ‘অসহবাস’, ‘চিঠি’, ‘পুনশ্চ’, ‘অজিত রায় ও সুকুমার চৌধুরী স্মারক সংখ্যা’। কিন্তু, যদি সম্পূর্ণ সংখ্যাটা এই বিষয়েও করতাম, তাহলেও এমন খ্যাঁক খ্যাঁক করে হাসির কী হলো? আর ‘ছক্কা’-বলছ কাদের? কেন? ঋতুপর্ণ ঘোষের মতো মানুষদের যারা এইভাবে চিহ্নিত করে, তুমিও কি তাহলে তাদেরই সম্প্রদায়ভুক্ত? জানা ছিল না।”
–” ওঁর কথা আলাদা। ওঁর নিজস্ব পরিচয় ছিল। উনি একজন শিল্পী।”
–“ওঁর বহু সৃষ্টির উপজীব্য ছিল কিন্তু ওঁর এই রূপান্তরকামী সত্তার সংকটটাই। আমি মনে করি না, এই বিষয়টি এমন কিছু কম গুরুত্বপূর্ণ যে তা নিয়ে একটি পত্রিকা বিশেষ সংখ্যা করতে পারে না। আমরা এবার করছি না ঠিকই, তবে তোমার সঙ্গে কথা বলার পর মনে হচ্ছে ভবিষ্যতে করা সত্যিই প্রয়োজন।”

এই অরুচিকর ফোনালাপে বিরক্ত হয়ে ফোন রেখে দিই। 

না, আমাদের এবারের সংখ্যাকে ‘এলজিবিটিকিউ’-সংখ্যা বলা যাবে না। মোট প্রায় তিরিশটি লেখার মধ্যে মাত্র তিনটি লেখা আছে এই বিষয়ে। আছে কোনো পৃথক বিভাগে নয়, অন্য লেখার পাশাপাশিই। আসলে জুন মাসকে এই সংখ্যালঘু সম্প্রদায়টি তাদের ‘গৌরব মাস’ হিসেবে পালন করে বলেই মনে হলো, এদের প্রতিনিধিস্থানীয় দু’-একজনের লেখা রাখা যাক। থাক এদের নিজস্ব একটি বিশেষ উ‌ৎসবের কথা। আমাদের ‘বম্বেDuck’-টীমের সদস্য পার্থ প্রতিম চট্টোপাধ্যায় নিজের চোখে দেখে এসে সচিত্র লিখেছেন সেই প্রাচীন উৎসবের অভিজ্ঞতার কথা। সেও থাক এই সংখ্যায়। পার্থর তোলা ফটো যেন কথা বলে। উপরের ছবিটি ভালো করে দেখুন, এতে কি ধরা পড়েনি পাঁচ জন ট্রান্সজেন্ডারদের একান্ত ভুবন? তাদের অনুভবের এক অকপট আলোছায়া!
আসলে আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে, সমস্ত ধরণের প্রান্তিক মানুষদের মতোই এরাও গুরুত্বপূর্ণ। অন্যদের থেকে বেশিও নয়, কোনভাবেই কম‌ও নয়। বরং অর্থনৈতিক, জাত-পাত-সামাজিক প্রান্তিকতার চেয়েও এই যৌন প্রান্তিকতায় বসবাস করা মানুষদের আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াইটা বোধহয় একটু বেশিই কঠিন। 

এই সংখ্যার বিষয় হিসেবে প্রথমেই রেখেছি ‘কবিতা ও কথা’; কবির নাম উল্লেখ না করে পাঁচজন কবির কবিতা পাঠানো হয়েছিল ছয় জন কবি-লেখকের কাছে তাদের পাঠ প্রতিক্রিয়া জানানোর অনুরোধ সহ। তাঁদের প্রতি র‌ইলো আন্তরিক কৃতজ্ঞতা, প্রত্যেকেই তাঁদের ইচ্ছামতো এক বা একাধিক কবিতার জন্য লিখে পাঠিয়েছেন নিজেদের পাঠানুভূতি। ইচ্ছে আছে এই বিভাগটি আগামী কয়েকটি সংখ্যার সূচিতেও রাখব, আরো কিছু নবীন কবিদের কবিতা বেছে নিয়ে। 

করোনা-সংক্রান্ত ডামাডোলে  বন্ধ হয়ে যাওয়া ব‌ইমেলা কাগুজে সংখ্যা আবার আগামী ব‌ইমেলা থেকে প্রকাশ করার কথা ভাবা হচ্ছে। তবে পত্রিকা কিনে পড়ার পাঠকসংখ্যার  অপ্রতুলতাই দ্বিধার একটা বড় কারণ। 

শেষ করার আগে, কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত চেনা-অচেনা পাঠকদের যাদের আগ্রহ ও ভালোবাসা বম্বেDuck-কে এই সময়ের উল্লেখযোগ্য পত্রিকাগুলোর মধ্যে একটি হয়ে উঠতে সাহায্য করেছে। শুভেচ্ছা জানাই সমস্ত কবি-লেখক বন্ধুদের যাদের লেখার শক্তিই প্রকৃতপক্ষে বম্বেDuck-এর জোরের জায়গা।

( ওপরে ব্যবহৃত ফটোগ্রাফিঃ পার্থ প্রতিম চট্টোপাধ্যায়, অলংকরণঃ অরিন্দম গঙ্গোপাধ্যায়, প্রচ্ছদঃ অভীক দত্ত)

8 Comments

  • উত্তম বিশ্বাস

    Reply June 29, 2023 |

    একটি ব্যতিক্রধর্মী সংখ্যা। স্বতন্ত্রতার স্বীকৃতি একমাত্র পৃথিবীর স্বতন্ত্র চেতনার মানুষেরাই দিয়ে থাকেন!

    সাধুবাদ জানাই!!!

  • অদিতি ঘোষ দস্তিদার

    Reply June 30, 2023 |

    একটি অসাধারণ সংখ্যা পড়তে পাব ভাবতেই ভাল লাগছে। ধীরে ধীরে শুরু করছি প্রবন্ধ দিয়ে।

  • গোরা চক্রবর্তী

    Reply June 30, 2023 |

    একটি অন্য মাত্রার সম্পাদকীয়। ছবিটিও ব্যতিক্রমী। যে কথাটি কিঞ্চিৎ আলোচিত হয়েছে, তা হল ‘ট্র্যান্সজেণ্ডার’-দের নিয়ে। আমার সবার প্রতি অনুরোধ, সাহিত্যের আঙ্গিনায় তাঁদেরকে অন্যচোখে না দেখতে। আমরা যেমন স্ত্রী-পুরুষকে আলাদা করে দেখি না, তেমনী আর কি। তাঁদেরকে তাঁদের নামেই আমরা চিনবো। আর কোন সংখ্যা তাঁদের জন্য আলাদা রূপে সমর্পন করে বিভেদ না করাই আমার মতে উৎকৃষ্ট পন্থা হওয়া উচিত। কবিতা ও কথা বিভাগটি একটি তাৎপর্যপূর্ণ বিভাগ। সম্পাদককে এই R&D ভিত্তিক বিভাগটি আনয়নের জন্য অভিনন্দন। প্রাথমিক পঠনের পর এখানেই ইতি।

  • দেবলীনা

    Reply June 30, 2023 |

    খুব স্পষ্ট উচ্চারণের সম্পাদকীয় । পত্রিকা পড়ছি এবং কমেন্ট বক্সে নিজের মতামত জানাচ্ছি ।

  • Mausumi Chaudhuri

    Reply June 30, 2023 |

    খুব ভালোলাগল সম্পাদকীয়টি

  • Kaushik Sen

    Reply July 1, 2023 |

    পুরো সংখ্যাটা যদি LGBTQ সংখ্যা হতো, দারুন হতো। এই সংখ্যাটিও চমৎকার।

  • তনিমা হাজরা

    Reply July 7, 2023 |

    রূপান্তরকামী মানুষদের নিয়ে আগামী গৌরব মাসে একটা গোটা সংখ্যা হোক সম্পাদকের কাছে অনুরোধ।

  • Sisir Dasgupta

    Reply July 22, 2023 |

    চমৎকার ভাবনা। নিশ্চিতভাবে বলা যায় পত্রিকাটি মনোগ্রাহী হবে। পড়ার অপেক্ষায় রইলাম।

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...