সম্পর্ক
দেবাশিস ঘোষ

 
দুটি প্রান্তে বাস করে দু’দুটি মানুষ
একজন লম্বা চুল, অন্যজন ছোট করে ছাটা
একদিন মুখোমুখি এ দুটি মানুষ
তারপর নিউরোনে রাঙা সূর্যোদয়
হাতে হাত, আঙুলে জড়িয়ে যাওয়া ব্যাকুল আঙুল
দুটি মানুষের ফাঁকে গড়াল দুপুর
এ দুটি মানুষ দেখে ঝড়ের অপেরা
দুটি মানুষের মাঝে প্রবল বর্ষণ
ফুল ফোটে, নেমে আসে কিউপিড-শিশির
দুটি মানুষের ভাঁজে চাঁদ ওঠে
রাত নামে, আসে খুব শীত
এভাবে রোদ্দুর বৃষ্টি ঝড় শীত চাঁদ ও শিশির
প্রচণ্ড আঠার মতো বেঁধে রাখে মানুষ দুটিকে

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...