সমুদ্র ও ভূত
অনুপম মুখোপাধ্যায়
সমুদ্রতীরের সেই একা এক ভূত
বহুদিন হল কারো অপেক্ষায় আছে
ভাঙা জাহাজের থেকে হাহাকার আসে
নাবিকের গলা নয় পিয়ানোর নয়
কান্নার ঝিনুক আহা চুরমার হল
কেন তুমি হেঁটে গেলে অসতর্ক পায়ে
সমুদ্রে তো জল আছে বিরহ সমান
আমাকে ডুবিয়ে নাও গভীরতা মাপি
ছায়া হয়ে বেঁচে আছি তা যথেষ্ট নয়
পিপাসার ছলে করি নিজেকেই খালি
যে আজ হাজির নেই তারই কামনায়
খুব অনুগত আমি নিজের শরীরে
যে রোদে আড়াল হয় প্রেতের আদল
তার চেয়ে প্রিয় হয়ে সে আসুক আজ
মণ্ডল সুব্রত
January 1, 2022 |ভীষন ভালো লাগলো
yashodhara Ray Chaudhuri
January 2, 2022 |চমৎকার!!!
Tanima Hazra
January 3, 2022 |গভীর
অনির্বাণ সূর্যকান্ত
January 4, 2022 |অনুপমে অনুপম । কবিতা পড়লেই ভাবি এই ভদ্রলোক নাড়াচ্ছে সাহিত্য।
Sarkar Bidisha
January 4, 2022 |কবির কোমল হৃদয়খানি সহজেই বুঝে নিতে পারি। মাঝে মাঝে এভাবেই অনুপমের আত্ম- দর্শণ । মুগ্ধ।
Anikesh Dasgupta
January 4, 2022 |অসাধারণ । খুব ভাল লাগল।
Mausumi Chaudhuri
January 4, 2022 |খুব ভালোলাগল