রহস্য এবং রহস্যময়
নীলম সামন্ত
লুকনোর মতো একটা বিদ্যুৎপৃষ্ঠ বিছানা ছিল
দুমড়ানো মোচড়ানো জবা
বালিশের রক্তচাপ
দীর্ঘ দিনগুলোর পর তুমি যখন ফোন করো
এই সমস্ত চুলের ভেতর আটকে
খোপা বাঁধি
সিনেমার নায়িকাদের মতো-
ঘুরিয়ে পেঁচিয়ে – মাথার ওপর ব্রহ্মের আরাবল্লী
কথায় কথায় হাসি
গান গাই
সেমিজের ভেতর থেকে বের করে দেখি
ট্রাম্পকার্ডে বেগমের চিবুক
সম্রাটের হাতে বাল্মিকী রামায়ণ
তুমি বললে, “রহস্য বাঁচিয়ে রাখে৷ তাই রহস্য একটা রাখতেই হয়।
ঠিক যেমন আজও গোপনীয় পৃথিবীর জন্মকালীন মহাবিশ্বের প্রসববেদনা। “