যুদ্ধ আর মেয়ে
যশোধরা রায়চৌধুরী
মেয়েদের যুদ্ধ শুধু নিজেদের সাথে
তাই এত শাশুড়ি ও বউয়ের কাহিনি
সিরিয়ালে সিরিয়ালে দিয়েছে যেভাবে
পানে দেয় চুণে বিষ, সেইভাবে তবে
মেয়েদের যুদ্ধ দাও অন্দরে লাগিয়ে
কোনদিন বাহিরে সে দাঁড়াবে না গিয়ে
সারাদিন কেটে যাবে তেলে আর নুনে
সারাদিন কেটে যাবে দহনে আগুনে
মেয়েদের যুদ্ধ শুধু শরীরের সাথে
পোশাকের সাথে আর বারান্দার সাথে
বাহিরের যুদ্ধক্ষেত্রে মেয়েরা দাঁড়ালে
সত্যকার অধিকারে দু বাহু বাড়ালে
কী যে হবে? ভেবে হয় অন্তর্দহন
মেয়েদের বার করো, খুলে দাও, বোন!