মিশেল ও জারুল গাছ
জয়দীপ লাহিড়ী


এর চেয়ে আরেকটু অপেক্ষা করলে বোধহয় বেঁধে রাখতে হত না, জানো মিশেল, ছেলেবেলায় যখন প্রচণ্ড ডানপিটে ছিলাম, অনেকে বলত এর হাত পা বেঁধে রাখো! মা হেসে অপেক্ষা করতেন, মা আরেকটু অপেক্ষা করতেন।
সেবার দালানে মায়ের প্রিয় জারুল গাছের ফুল, আমার গানের মাস্টারমশাই নিতে গিয়ে ধরা পড়লেন, বাবা জারুল গাছের গোড়া কেটে দিল, মা সেদিন দালানের থাম ধরে অপেক্ষা করেছিলেন।
মাষ্টারমশাই আর আসেননি,
আমারও আর গান শেখা হয়নি!

মিশেল, যেদিন ওরা দড়ি দিয়ে শক্ত করে বাঁধলো বাবাকে, মা অপেক্ষা করেছিলেন, হরিবোলের শেষ প্রান্তে হেঁটেছিলেন বৃদ্ধ মাস্টার।
আমিই খালি অপেক্ষা করতে পারলাম না,
মিশেল, তাই বোধহয় ওই ভ্যানের ওপরে অনেকের সঙ্গে ওরা আমাকে বেঁধে রেখেছে!
মিশেল, তোমার নাকে কাপড় চাপা, সে বেশ করেছ, তবুও একটা জারুল গাছ পুঁতে নিও!
মাস্টার আর না এলেও, মা ওই জারুল গাছের জন্য অপেক্ষায়!
মাকে বাঁধা কি অতই সোজা!
মিশেল, আরেকটু অপেক্ষা আমার করা উচিত ছিল 

 

3 Comments

  • chattopadhyay Kristi

    Reply June 29, 2023 |

    দুর্দান্ত

  • Rajesh Ganguly

    Reply June 29, 2023 |

    অসাধারণ জয়দীপ! তোমার এই মিশেল সিরিজ দু মলাটে এলে তুলকালাম একটা ব্যাপার হবে।

    শুভকামনা অনিঃশেষ।

  • Kaushik Sen

    Reply July 2, 2023 |

    পড়লাম। কিছুক্ষণ থমকে দাড়ালাম নিঃশব্দে।
    শুভেচ্ছা জয়দীপ

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...