ভ্রমণসঙ্গী
নীলম সামন্ত


দেখা আর শোনার মধ্যে পার্থক্য আছে
সিলিং ফ্যানের শব্দে পর্দা উড়লে
আমি ঘড়ির সাথে সমঝোতা করি

ঝুলন্ত বিসর্গে সচল বোঝাপড়া 

আচ্ছা গ্রীষ্মের ছুটিতে পাহাড়ে গেলে হয় না?

পাহাড়ে এখন অনেক ফুল
বরফগলা জল
তুমি কি দেখবে জানি না
আমি শুনেছি ঝর্ণার শব্দে একটা করে পাতা জন্মায়
আর প্রসববেদনা পিষে দিতে দলে দলে
হাজির হয় ভিনিগার টুরিস্ট

দ্যাখো, ভ্রমণসঙ্গীর মাঝের পাতায়
গঙ্গাফড়িং মরে গেছে
-বহুদিন হল

1 Comment

  • Kaushik Sen

    Reply July 2, 2023 |

    সুন্দর ভাবনার মেয়াফর

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...