ফিরতে দেবে ?
দীপঙ্কর দাশগুপ্ত
পাঁচ শরিকে বসত করে মনের ভিতর
ভ্রমণ করায় আকাশ – পাতাল, ভরদুপুরে ,
হাতের পাশে সূর্য নামায়। একটু দূরে
শালিকগুলো অলীক স্বরে ঝগড়া করে।
জলসবুজে বাড়ছে দ্যাখো, খালবিলে তাই
মনের বয়েস। “সাঙ্গ করে এসব ক্রীড়া
আবার বুঝি জন্ম নেবে ! উর্বশীরা
স্বর্গ থেকে ফিরতে দেবে ? ” পাঁচ শরিকের প্রশ্ন এটাই।