পরিবার পরিকল্পনা
তন্ময় ভট্টাচার্য
ভেঙে পড়া দেখে-দেখে আজকাল অবাক লাগে না
প্রত্যহ কত-কী ভাঙে— বাড়িঘর, ব্রিজ, গাছপালা
দেশলাইকাঠি থেকে সংসার সুখের— সব ভাঙে
এত তো বৈচিত্র আছে, কান্নায় ভেঙে আর পোড়ো না, কেমন?
কীভাবে সামাল দেব, বুঝতে পারি না
কিছু মিথ্যা বললে কি খুশি হবে? যদিও এভাবে
থামানো অন্যায়, তবে, ভেঙে যদি কখনো না-ওঠো—
আমি তো প্রাচীনপন্থী, ভিটেমাটি বেচে দিয়ে ফ্ল্যাটবাড়ি কখনো নেব না
কান্নায় পোড়ো না ভেঙে, বরং নতুন ঘর তুলি
নতুন মানুষ আনি এসো আমরা গোঙানি পেরিয়ে