নিরঞ্জন সনেট
ঋজুরেখ চক্রবর্তী
আনখসমুদ্র দেখে তোমাকে বলেছি মনে মনে─
ঠিক জেনো কোনওদিন এই পৃথিবীর কোনও কোণে,
যেখানে বসতবাড়ি আকাশের গায়ে ছোঁয়া নীল,
তোমাকে পূর্ণতা দেবে বেদনার নিজস্ব নিখিল।
তারপর কত ভোর, সকাল, দুপুর, সাঁঝ, রাত
কেটে গেল অনর্গল, ঘনাল অমোঘ যতিপাত!
গানে গানে আলো হল; আলো হল শ্রমে, অবসরে;
ব্যথা নিরঞ্জন হল সুরে ছন্দে সাজানো অক্ষরে।
গানে গানে আলো হল, গানে গানে ঘন তমসাও।
যে ব্যথায় বাঁধা তুমি, তাকে ছেড়ে যতদূরই যাও,
সেও সেই একইভাবে অনুসরণের ভাষা বোঝে;
ধ্বনি থেমে যায়, তবু প্রতিধ্বনি থামে না সহজে।
আনখসমুদ্র দেখে তোমাকে বলেছি অনুভবে─
জেনো ঠিক একদিন পূর্ণতাও নিরঞ্জন হবে।