নাই বা আমায় ডাকলে
সোনালী ঘোষ
এই ভোররাতে চলে গেলে তিরতির করে কাঁপে প্রাণপাখি। কন্যা তোমার সামান্য আদর ছাড়া বাঁচে না যে। ওকে কিছু মন্ত্র দাও তন্ত্র দাও হরি ওঁ তৎ সৎ। কী মায়ার প্রাণ আহা…দুপশলা আগুন দিলে মুখে মৃত্যুও হেসে ওঠে। মনে হয় তার চে’ প্রিয় বুঝি নাই আর। এই কী পথ? বাতাসে হরির খই যেখানে অম্লানে ভেসে যাওয়া যায়…