দুটি কবিতা
মোহন দাস

বিচ্ছেদ

আমাদের ভালবাসার মাঝখান দিয়ে নিরক্ষরেখার মতন
বিচ্ছেদ চলে গেছে
আমরা দু’জনেই সৌভাগ্যক্রমে বেঁচে গেছি

কিন্তু উত্তর মেরু থেকে তুমি বরফের মতো গোলে যাচ্ছ

আর আমি দক্ষিণ মেরুতে বরফসমুদ্রের নীচে
তোমার প্রতীক্ষায়…

ঘর

প্রতিদিন আমি আর আমার বাবা
তেপান্তরের মাঠে
স্বপ্নের দলগুলোকে ছেড়ে দিয়ে আসি
ওরা সবাই অবাক হয়ে একবার ফিরে তাকায়
বাবা নির্বাক…
তারপর হাঁটতে হাঁটতে জল সিঁড়ি বেয়ে নেমে পড়ি দুজনেই
নদীর ভিতর,
চোখের জল ঢাকতে ঠাকুরদা নদীর ভিতর
আমাদের ঘরটি ফেলে গেছেন !

1 Comment

  • মৃন্ময় ভান্ডারী

    Reply January 29, 2023 |

    অপূর্ব ভালাবাসার কাব্য, অবিস্মরণীয় বিশেষণে।

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...