দুটি কবিতা
মীরা মুখোপাধ্যায়
শেষ হলো বসন্তের দিন
একটা ঘূর্ণিঝড় আসছে
একটা কেন!
দুটো তিনটে আরও আরও….
যে কটা ফুলগাছ অবশিষ্ট আছে
সে তাদের ছিন্নভিন্ন করে ছুঁড়ে ফেলবে শূন্যে।
তারপর নদীতে জল কমে যাবে,
সামনের চড়ায় আটকানো একটা নৌকো….
হ্যারিকেন উঁচু করে দেখতে গেলে
নৌকো থেকে কেউ চেঁচিয়ে বলবে
“এ বুড়িয়া গাঁও কিধর”
কথা বলতে নেই,
ঘূর্ণিঝড় এলে লুকিয়ে পড়তে হয়
আমাদেরও একসময় বসন্তদিন ছিলো….
লজ্জা
আমাদের প্রেম হয়েছিলো…
প্রেমে হাত,অর্থাৎ করতল বড়ো প্রাসঙ্গিক।
সে আমার হাতখানি যতবার
কাছে টেনে নিতে চেয়েছিলো
ঠিক ততবারই আমি অনিচ্ছা প্রকাশ করে
সরিয়ে নিয়েছি
সাবান ও স্কচ ব্রাইটের ধারে ক্ষয়ে যাওয়া হাতে
কী ভীষণ লজ্জা থাকে
অপ্রকাশিত থাক সেই কথা