দুটি কবিতা
মধুকৃষ্ণা চক্রবর্তী

চিঠি

ফেলিসকে লেখা কাফকার সমস্ত চিঠি
যেন উড়ন্ত কাপাস
ভারহীন নিরবচ্ছিন্ন ওড়াউড়ি
ভাসতে ভাসতে আকাশে খন্ড খন্ড নক্ষত্র
অনন্তকালের আলো!

ছুঁতে চেয়েছিল ফেলিসের আয়ত নীল চোখ
ত্বকের সোনালী বিভা, আয়নার সামনে দাঁড়ানো
অতলস্পর্শী রূপ…
এক মহাকাশ দূরত্বে ছোঁয়া কি যায়!

দুঃখে কষ্টে প্রাজ্ঞ হতে হতে
চূর্ণ অক্ষরের অভিমান ভাঙে নিঃশব্দে …

” Nothing unites two people so completely, Especially if, like you and me, all they have is words”

অনুপ্রেরণা:Letters to Felice by Franz Kafka

পিপাসা শ্লোক

এসব বসন্ত শেষের দিনগুলোতে বিবর্ণ বাতাসে
পাশাপাশি বসে আছে দুজন
পোড়া রোদের বারান্দায় বিষণ্ণ ভায়োলিনে
বেজে চলেছে বিগত দিনের আবিররঙা
স্মৃতির ভাঙাচোরা সুর
মৌন আকাশে নক্ষত্র খুলে রেখেছে হীরের নাকফুল,
কুড়িয়ে আনা সব মাধবী ছেড়ে এসেছে বনছায়াগন্ধ
স্বর্গছেঁড়া শুকনো পাতা উড়েই চলেছে
গোপন সব গানের ভিতর

শুধু বিবর্ণ বাতাসের গভীরে ডুবে থাকা দুজনের
ঠোঁটে বেঁচে আছে অমরত্বের আদি ভাষায়
চৈত্রের বর্ণময় চিত্রা হরিণ!

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...