দুটি কবিতা
বাপ্পাদিত্য
১
ঋতুকাল
কিছুই সত্য নয়-
ছেড়ে যাওয়া
মানুষ এবং
নেশা
এক এবং অবিনশ্বর নয়…
সুস্থ হওয়ার মহুয়া
ভেজা গলার তৃষ্ণা
সময় ও চাঁদ
সবই আদতে ফাঁস –
জীবনের স্নানঘরে
দাগি আসামী
ঝিনুকের সফেদ জলের মতো
যার তরঙ্গ গায়ে এসে লাগে
আমার তাকে বর্ষাকাল মনে হয়…
আদতে ঋতুর পরিবর্তন
ও যন্ত্রণার পূর্বাভাসকেই
আমরা প্রেম বলে ডাকি…
২
বিভীষিকা
আলখাল্লার মতো গলিয়ে নেওয়া
একটা জীবনের দিকে মুখিয়ে থাকি
আধখাওয়া আপেলের সাদা ভাগের
মতো মেঘ মনে হয় নিজেকে।
লাল ভাগের দিকে চোখের ক্ষুধা
বেমালুম হতাশার চোখে তাকিয়ে থাকে
যেন কবিতার জন্য না খুঁজে পাওয়া শব্দচয়ন।