দিনান্তে
দিলীপ মাশ্চরক
দিনান্তের আলো কমে এলে তোমার বাগানে
এসে বসি
পাখিরাও ফিরে আসে
অচেনা হেমন্তের পাতা পায়ে লাগে প্রণামের মতো
অভিসার মনে হয়, দু’বেণী কিশোরী
দোলে মালতীর ফুল
পুকুরে চাঁদের ছায়া ডুবে যায়,
রাতপরী নামে
জ্যোৎস্নার আলপনা বুকে তার কুয়াশাকুহক
উঠোনে কাঁঠালপাতা পড়ে আছে সোহাগের মতো
পাখির ডানায় নামে অন্ধকার , বারান্দায়
দু-একটি কাগজফুল, যেন তার চোখের মতন