তিনটি কবিতা
অনুপম মুখোপাধ্যায়

আমি দেশপ্রেমিক
তোর ইটরঙের দুঃখ খুলনার জানলা থেকে
রাজস্থানের শীতের কথা বলে
তোর সিমেন্টরঙের সুখ কলম্বোর জানলা থেকে
তামিলনাড়ুর গ্রীষ্মের দিকে আসে
হরপ্পার রাত এসে ঢাকতে চাইছে তোর
বহরমপুরীয় শরীর আর খুঁত
সেক্স করার পরে তোর একটুও তেষ্টা পায় না
উৎসবের পরে তোর গোড়ালি লেগে
জলভর্তি কলস উলটে যায়
দ্যাখ মা সারা দেশে রাষ্ট্রহীন জল গড়িয়ে যাচ্ছে
তোর সঙ্গে তোর বাড়ির মহার্ঘ্য উপনিবেশে
আমার তো এটুকুই আঞ্চলিক থাকা
চাঁদের কিডনি
মানুষ ঘৃণা করতে করতে উন্মাদনার জঙ্গল হয়ে যাচ্ছে
ভালবাসা ঘৃণার চেয়ে কিছুটা নিরাপদ
সমুদ্রের ধারে যেখানে অনন্তের আগাছা ওপারেও
প্রেম করতে করতে তুই টান মেরে খুলছিস
চাঁদের উজ্জ্বল কিডনি
অল্প দুধে জিভ দিচ্ছিস
গরম গরম উচ্ছল পেচ্ছাপ
জিভ তো সবারই গরম
কারো কারো ঈষৎ গোলাপি
বাতাস যখন ছেয়ে আছে সাংঘাতিক বাতাসের বীজে
বীভৎস মফস্বল
ট্রেন যত ধীর হয় ওভারব্রিজ তত জোরে কাঁপে
সনাতন হোটেলের নীলাভ ঋজু ধোঁয়া
নত হয় বেঁকে যায়
পরশ্রীকাতরভাবে রাস্তায় বসে যায়
বৃষ্টিভেজা ক্লান্ত বাতাসের চাপে
খ্যাপা কুকুর সামনে এলে বৃদ্ধ রিক্সাচালক প্রাণপনে
পিচ্ছিল ব্রেক আঁকড়ে ধরেন
মফস্বল শহরের এইসব বীভৎস ছবি দেখতে
শিরাওঠা লোকটি মনে মনে পেনিট্রেট করেন
তাঁর নির্বোধ গৃহিনীর অলিন্দ অবধি
হিংস্রভাবে চা খান বাড়ি ফেরার আগে
Arun Kanti Roy
November 4, 2020 |প্রিয় অনুপম মুখোপাধ্যায়,
আপনার ‘আমি দেশপ্রেমিক ‘ কবিতাটা আমাকে মুগ্ধ করেছে। প্রেমিকের মতো উপভোগ করেছি। ভাবনা গুলো দুরন্ত গতিময়। শব্দ গুলো পৌঁছে গেছে জ্যা মুক্ত শরের মত অব্যর্থ নিশানায়। আপনার এই লক্ষ্যভেদের অনুষ্ঠানটা প্রচন্ড তারিয়ে তারিয়ে উপভোগ করেছি।
অন্য কবিতা দুটো ও বেশ ভালো। তবে এ কবিতাটার গোত্র ই আলাদা।
ধন্যবাদান্তে,
অরুণ কান্তি রায়।
সুব্রত মণ্ডল
November 9, 2020 |বাকরুদ্ধ হয়ে গেলাম লেখা দুটি পড়ার পরে। অনুপম বাবু, আপনাকে কুর্নিশ জানাচ্ছি। যেভাবে পারবেন ভালো থাকবেন।
SHATANIK ROY
November 21, 2020 |অসাধারণ লেখাগুলো। বিশেষভাবে প্রথমটায় তীব্র সর্বজনীনতা কাজ করেছে কবিতায়। এবং ভাষা খুব সহজ সরলভাবে বিষয়টাকে উপস্থাপন করেছে। স্বদেশের প্রতি আকাঙ্ক্ষা কি এ কবিতার উৎস? না, আরও কিছু বিভ্রান্তি যেমন এক জায়গায় বস্তুগতভাবে আমি থেকেও নেই কখনো। আমার শারীরিক অস্তিত্ব আবার কখনো কখনো আমাদের রক্তমাংসের অন্য গভীর উৎসের কথা শোনায়। বিষয়টা আলোকিত অথচ অন্ধকারে পূর্ণ। তথা বিপ্লব আছেই। বাকি দুটোও আমার ভালো লেগেছে।
আর্দ্র
November 21, 2020 |কী অদ্ভুত কবিতার কাজ। প্রতিটি শব্দ যেন আরেক শব্দকে চ্যালেঞ্জ করছে। আর ছুটে চলেছে ঝড়ের বেগে যেন অজানা কোনও নিশানার দিকে। এই ভালো লাগা থাকবে বহুদিন।
Anikesh Dasgupta
November 21, 2020 |তিনটি কবিতাই দুর্দান্ত তবে ‘আমি দেশপ্রেমিক’ কবিতাটি পড়ে বাকরুদ্ধ হলাম। চেনা জানা ছাঁচ, ছাঁদ,কায়দা সবকিছু অতিক্রম করে কবিতাটির শ্লেষ অন্য মাত্রায় প্রকাশিত যা একমাত্র আপনার নিজের।
জা তি স্ম র
November 21, 2020 |অনবদ্য কবিতা। আমি দেশপ্রেমিক বিশেষ ভাবে মুগ্ধ করল
Sabyasachi Bhowmick
November 21, 2020 |তিনটি কবিতাই মুগ্ধ করলো । সবচেয়ে ইন্টারেস্টিং যে নতুন ভাষার খোঁজটা অবিরল চলতে থাকে তোমার লেখায়, সেটা কবিতাপাঠের স্মৃতিকেও বদলে দেয় ।
Saptarshi Chatterjee
November 21, 2020 |তিনটি কবিতার তীব্রতা ও ব্যঞ্জনার অভিঘাত আচ্ছন্ন করে। টুকরো ছবি দিয়ে গাঁথা শব্দমালার বৈপ্লবিক দ্যোতনা আশ্চর্য করে।
Shuvodeep Nayak
November 21, 2020 |প্রথম কবিতাটা অসামান্য । ‘আমি দেশপ্রেমিক’ কবিতাটির কাব্যভাবনায় দু-রকম স্রোত রয়েছে । অদ্ভুত তার মিশ্রণ । ‘চাঁদের কিডনি’ ও ‘বীভৎস মফস্বল’ একইভাবে পুরনো ধারণার খোলসকে ভেঙে নতুন দিগন্ত খুলে দেওয়া কবিতা । তোমার একেকটি কবিতা সমস্ত কবিতাকে একইসঙ্গে স্বীকার ও অস্বীকার করতে পারে । ভীষণ ভাল লেখা ।
Sanjib Neogi
November 21, 2020 |রাষ্ট্র, মানব জাতির বৃহত্তর সাংস্কৃতিক পরিমন্ডল, ইতিহাস ইএসব বিষয়ে অনুপমের তীক্ষ্ণ ও পরিচ্ছন্ন মতামত অনেক আগে থেকেই তার লেখায় উদ্ধার করা যায়।… এখন যেটা হচ্ছে, বলার ভঙ্গি নির্দিষ্ট ইন্টারভ্যাল এ সার্থক ভাবে বদলে ফেলে কবি নিজের প্রতি পাঠকের নিরন্তর আগ্রহ ও ভালবাসা স্থায়ী করে নিতে পারছেন। …রাষ্ট্র/পৃথিবীর সংকট কালে সহত্যে সমসময়িকতা কোনও না কোনও ভাবে ছাপ ফেলবেই। সেটাই স্বাভাবিক।
আর যৌনতা যে সমস্ত ন্যাজেগোবরে আবেগ কে তাকে তুলে রেখেও, নিজেই একটা ব্যাপার ও অনুভূতি, সেই অনুষঙ্গ ও ট্রিটমেন্ট অনুপমের লেখায় সাম্প্রতিক কালে স্পষ্ট হয়ে উঠছে। যা, এসময় আর কারো লেখায় এরকম এথিক্যালি সাপোর্টেড হয়ে আসছে বলে দেখতে পাচ্ছি না।
বিজয় সিংহ
November 21, 2020 |ভালো লাগলো। প্রথম আর তৃতীয় টি একটু বেশি।
Kaushik Sen
November 21, 2020 |আমি দেশপ্রেমিক – কবিতাটির পাঠ একটি অনন্য অভিজ্ঞতা।
চাঁদের কিডনি ও বিভৎস মফস্বল – মনে রাখবো প্রিয় কবির কাব্য ভাবনা।
🙏
Neepobeethi Bhowmick
November 22, 2020 |ভাষাহীন হয়ে যাই বারবার…
Shirshendu Pal
November 29, 2020 |দারুণ লেগেছে
Saronya
January 18, 2021 |অদ্ভুত চেতনার অনন্য প্রকাশ। পশ্চিমীয়? হয়ত, তাও এ প্রুফ্রকের গল্প নয় শুধু, বা নয় রাসকোলনিখভ কেবল!