চারটি কবিতা
লোপামুদ্রা রায়চৌধুরী
(১)
ঈর্ষা আমাকে দুঃখী করে
যেন নতমুখী থাকতে পারি
যেভাবে ছিলাম,
বিকেলের জবার মতো নিশ্চুপ—
(২)
আলোর উল্টোদিকে কারা যেন শুয়ে আছে
ওরা স্টেশন হারিয়ে ফেলেছে
হারিয়ে ফেলেছে জলপাইগুড়ি রোড
তবু থেকে থেকে ঝলসে উঠছে ওদের পায়ের পাতা!
(৩)
দু’চোখে অঞ্জন নীল, স্খলিত চারুবাস
আমি তাকে দেখিনাকো
দীর্ঘ বিরহ মাস—
(৪)
চর্যাপদ থেকে হাঁটতে হাঁটতে
মঙ্গলকাব্য পেরিয়ে যাচ্ছে আমার মেয়ে—
সরস্বতী নয়,
ওর জিভের ডগায় ‘খনা’ বাস করুক।
Kaushik Sen
January 2, 2022 |অসাধারণ গভীরতার লেখনী। শ্রদ্ধা জানাই কবিকে।
Chandan roy
January 2, 2022 |Koto olpe koto govire nie jay
yashodhara Ray Chaudhuri
January 2, 2022 |সুন্দর, গভীর, মন্ত্রোপম
Tanima Hazra
January 3, 2022 |দারুণ