গ্রহণ
পিয়াংকী


তবুও জোঁকের গায়ে রোদ লাগে
ঝুলপড়া দিনে পদ্মপাতায় জমা হয় কালিন্দী-মায়া
শঙ্খ’র পাশে গিজগিজিয়ে ওঠে যে ফেনা

…লবণ ধুয়ে গেলে এ-সবই অচিহ্ন-ঘুম

তোমাদের মৌনমুদ্রা লালবাড়ি মায়াতাগা অথবা ঘরপালানো ধর্ম
জন্মছক খুললেই ময়ালসাপ, গায়ে বাসা বাঁধে আশ্চর্য দরজা অনির্দিষ্ট
কর্কট রাশি আর নিভু সন্ধ্যামালতী

ঘিরে থাকি, ঘিরে রাখি 

এইসব বিগত অভ্যাস
হলুদ ট্যাক্সির রেজগি ভাড়া আর
ট্রামচালকের পূর্নাঙ্গ জীবনচক্র পার হয়ে… 

স্ক্রিন ছেয়ে যায় ক্ষুদ্রতম নাভিগর্তে — পরজন্ম ফুলে 

2 Comments

  • Mausumi Chaudhuri

    Reply June 30, 2023 |

    ভালোলাগল

  • Kaushik Sen

    Reply July 2, 2023 |

    চমৎকার একটি কবিতা

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...