ক্যাচলাইন নামের একটা যেকোনো বৃত্ত
নীলাব্জ চক্রবর্তী
ক্যাচলাইন নামের একটা যেকোনো বৃত্ত
বহমান
কড়া ছায়ায়
কাঁচের বোতাম খুলে
রহস্য
অর্থাৎ
কোথাও পড়ে যাওয়া একটা দৃশ্যের নাম
সফট টার্গেট হতে হতে
কার ভেতর
আঙুল উপচে
শুধু সেলাইদাগেই বৃষ্টি আসছে
পাতার পর পাতা
সমস্ত জলের কাছে
একটা উপদ্রুত ক্যালেণ্ডার
ফিরে যাওয়া গাছ…