কবি ও হেম
শরণ্যা মুখোপাধ্যায়

১
কবি তুমি আশ্চর্য তিলক। বীজমন্ত্রাধান।
এ পাথরে অগ্নিবৃষ্টি, ও কুটিরে আমিষের ঘ্রাণ
তবু তুমি নামটুকু নিলে, এ বালিকা আপৎকালীন।
ও আকাশে দেখো রামধনু, আমারই বিভঙ্গ হয়ে
ছুঁতে আসে মাটির প্রলাপ।
হে আমার বিবাগীচিহ্ন, ঐশ্বর্যআখর ধূপগন্ধ,
বেজেছো ভিতরে খুব, ঠিক যেন ছিন্ন স্মৃতিলিপি।
বালিতে আঁকের দাগ, আকাশে আদিম মেঘবালা।
তবুও ফিরেছি চেয়ে, সুখ নয়, অনিত্য দেয়ালা।।
২
সর্বাপেক্ষা গূঢ়চারী জেনো হেম, শুধু ভালোবাসা।
আজন্ম আখর জুড়ে মূর্তিহীন শিলালিপি যার
বীথিমূলে কৃষ্ণকালো, এখনও প্রসাদী মালাখানি।
তবুও বিরলে দেখ ওই বসে চুপ নিষাদিনী।
তবুও নরম হাসি, স্মিতমুখ, যখনই দেখেছি।
ও কথা বারণ বলা, তবে জেনো একান্তে সে আছে
গভীর অরণ্যচারী, ছলছল, একাকী কুমারী
ছুঁয়ো না তামাশা ছলে
ছুঁলেই বিষাদ ঝরে যায়।
রিয়া ভট্টাচার্য
June 29, 2023 |অসাধারণ একখানি কবিতা যার রেশ মনে থেকে যাবে বহুদিন।
Amitava Pal
June 30, 2023 |Onobodyo. This poem just touched my mind.
শরণ্যা মুখোপাধ্যায়
June 30, 2023 |Thank you so much.
শরণ্যা মুখোপাধ্যায়
June 30, 2023 |অনেক ধন্যবাদ জানাই
bahnisikha ghatak
June 30, 2023 |কী বলবো, একেবারে অনবদ্য। শব্দ চয়ন খুব ভালো লেগেছে।
শরণ্যা মুখোপাধ্যায়
June 30, 2023 |অসংখ্য ধন্যবাদ জানাই
শরণ্যা মুখোপাধ্যায়
June 30, 2023 |আন্তরিক ধন্যবাদ জানাই
Mekhala Ray Choudhury
June 30, 2023 |খুব ভাল লাগল পড়ে।সুষমামণ্ডিত।
Saronya
June 30, 2023 |অসংখ্য ধন্যবাদ জানাই
Susmita Roy Choudhury
June 30, 2023 |সুন্দর
Saronya
July 1, 2023 |অনেক ধন্যবাদ জানাই
দিলীপ মাশ্চরক
June 30, 2023 |অসাধারণ । এ কবিতায় মন্তব্য করার যোগ্যতা আমার নেই ।
Saronya
July 1, 2023 |কী যে বলেন 🙂
Supriyo Choudhury
June 30, 2023 |কবিতার কি-ই বা বুঝি। তাও এককথায় বলি – মুগ্ধ করে দিলেন!
Saronya
July 1, 2023 |অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রাপ্তি।
Kalyanasis Bhattacharyya
July 10, 2023 |বাহ! কি সুন্দর লিখেছিস। শুভেচ্ছা রইল।