এ শহর, আর…
পিয়ালী বসু
এই মুহূর্তে আমার চারদিকে একটা পাথুরে আড়াল।
বৃষ্টির দিকে মুখ তুলে তাকাতে ভুলে যাওয়া এ শহরে এখন শীত নামে সহস্র বছরের পুরনো ব্যথা হয়ে।
প্রেমিকের আদর-চুমু এখন মাপা হয় সিসমোগ্রাফে। এলোমেলো বাতাসে অগোছালো হয়ে যাওয়া সম্পর্কে, এখন অন্ধকার স্পষ্টতর হয় যখন তখন।
অথচ, যে স্পর্শের জন্য চিরকালীন এক অপেক্ষা জন্ম নেয়, গোধূলির প্রাণ ছুঁয়ে থাকা আলো বিন্যাস, শেষমেশ তাকেও স্বীকৃতি দিতে অপারগ হয়।
স্বীকৃত চেতন জুড়ে উচ্চারিত হতে থাকে একসাথে পথ চলার শাব্দিক ভ্রমণ ছবি। ‘ আমরা ‘ থেকে অনায়াসে বাদ পড়ি ‘ আমি ‘ আর ‘ তুমি ‘।
আয়ুর বিস্তৃতি, এইসব অনুভূতিগুলিকে ‘ নির্মাণ ‘ আখ্যা দিয়ে, স্বল্প পরিসরে শেষ করে জীবনের
বাঘবন্দি খেলা।
লৌকিক দৃশ্যপট সরলে,
এ শহরে স্পষ্ট হয়…
ঘটে যাওয়া মিথ্যাচারের কোমল নির্যাস।
তবুও,
বাদামী ছায়া মেখে সন্ধ্যা ঘনায় নিয়ম মতো
নৈর্ব্যক্তিক, মূক সময়টুকুকে অতিক্রম করে চলি
সমস্ত নশ্বরতা সাক্ষী রেখে।
প্রশস্ত নির্জনতা কে আলিঙ্গন করি।
এ শহরে সম্পর্কের ভিজে ওঠা বিস্তার
ঋতুকালীন সীমানা পেরিয়ে অনন্ত হয়ে ওঠে।