একটি চুম্বন
যশোধরা রায়চৌধুরী
একটি চুম্বন শুধু রয়ে যায় আকাশে ভাসানো
বাকি সব অন্ধকারে ডুবে যায় রাতের স্বর
জেগে ওঠা, তার পথ কুয়াশায় পিচ্ছিল, ধূসর
কর্দমাক্ত জাগরণ মুছে দেয় বাকি প্রেমচ্ছবি
ছবিতে ছবিতে শুধু অনুভূতি, প্রতিটি আবেগে
রয়ে যায় কাতরতা, কিন্তু সেই ছবি মুছে গেছে
যেরকম ব্ল্যাকবোর্ড, ধূসরতা-ডাস্টার মুছেছে
আকাশের কোণে তবু ধ্রুবতারা হয়ে রয়ে গেছে
একটি চুম্বন।
সুব্রত মণ্ডল
March 18, 2021 |ভীষন ভালো লাগলো