আখড়ার সন্ধানে
ঋতবৃতা মুখোপাধ্যায়
তোমাকে খুঁজতে গিয়ে খুঁজে পেলাম
একটা আস্ত বাউল জীবন
যেভাবে প্রেমিক-জন্ম সার্থক হয় বিরহ-বিলাসে!
আমি সেই বৃষ্টি -ধোয়া সোনালী আলোর সুরে
অমলতাসের আদর মাখা বিকেল।
নীড়-বোনা ঠোঁটে তার বয়ে আনা মায়া-গোধূলির লালিমা।
ছুঁয়ে দেখেছো কি?
সে স্পর্শসুখ আগুন জ্বালুক মৃত অনুভূতির শহরে
ছাই হয়ে যাক প্রাচীন ধ্বংসস্তূপের দেওয়াল,
জোনাকি উড়ুক আলো ছড়াক দুর্ভেদ্য অরণ্যের রাতে
বয়ে আনুক নীল পাহাড়ের মায়াবী বাঁশির সুর
পলাশ-জলে স্নান করে রাঙুক ঠোঁটে ঠোঁটে ডুবে যাওয়া
প্রাচীন ভাস্কর্যের দেহ।
এসো… আমরা ততক্ষণে আখড়ার সন্ধানে যাই।