অরিজিৎ পাঠকের কবিতা
১) অনিবার্য আসন্ন
ওই গুলিডান্ডার সকাল
ওই ইতরামির দুপুর
ওই কালান্তক বিকেল
এদের সাথে আমার নৈশ বিহারে যাবার কথা ছিল
আমার যে কামরাঙা রঙের রুক্ষতাপ উদযাপনগুলো
সযত্নে গুছিয়ে রাখা শীতাতপ নিয়ন্ত্রিত দেরাজে
তাদের বের করে এনে সঙ্গে নেবার কথা ছিল
যে নারীর তেজ মদ আর আগুনের মত
নির্দ্বিধায় জ্বালিয়ে দিতে পারে গলা বুক পাকস্থলী
সেরকম কোনো নারীকে পেলে
শক্ত করে দু’হাতে আঁকড়ে ধরে
একটিবার আমি চুম্বনে ভরিয়ে তুলতে চেয়েছি তাকে
কতদিন আশা করে বসে ছিলাম
সোনালী মন্বন্তরের দুর্দিন এলে
সেই স্রোতস্বিনী রজস্বলা নারীর সাথে
রেল লাইনের ধার ঘেঁষে শুয়ে থাকব সারারাত
অন্ধকারে ছুটে আসা ট্রেনের আওয়াজে জড়িয়ে ধরবো তার গলা
গায়ে তার হিজিবিজি আঁকবো, চুলে বোলাবো সযত্ন আঙুল
প্রাণ ভরে নেবো তার রোমহীন ঊরুর আঘ্রাণ
অজীর্ণ অন্ধকার রাতে রেল লাইনের পাশটাতে
ভেবেছিলাম অনায়াসে তৈরি হবে সেদিন
একটি পূর্ণদৈর্ঘ্যের রুদ্ধশ্বাস প্রেমের কাহিনী
তার বদলে সমস্ত রাত
লাইনের ধারে বসে রইলাম রিফিউজি ভিখারীর মত
তার বদলে আদিম গন্ধে ঝরে পড়লো
মারিয়ানার বিষন্ন পালক
তার বদলে নির্বীর্য পতঙ্গদের কাঁধ ছুঁয়ে
বদলে গেলো সবুজ সিগন্যাল
ভোর চারটে চৌত্রিশের নৈহাটি লোকালটা
কেনো যে রোজ এত লেট করে আসে… কে জানে !
২) প্রাপ্তি
এমন করে বাঁচা, বেঁচে থাকা
এই দিকে ধানক্ষেত শুন্যতা
ওই দিকে কিলবিল হাঁস
খানিক শুকনো মরুভূমি
সঞ্জীবনী বিসর্পিল ঢেউ
ধ্যানমুদ্রার অপর প্রান্তে
অশান্ত বিলাস যাপন
আগুনে অথবা জলে
শিখরে অথবা নিচে
সকালে বিকেলে
ঘুমে জাগরণে
প্রেমে অপ্রেমে
হর্ষ বিষাদে
হৈ চৈ,গান
নিশ্বাস
আঃ
এছাড়া আর কি পেতে পারি… বলো
স্থাবর অস্থাবর সব কিছু ঘেঁটে
সযত্নে আলাদা করে নিয়ে
গুছিয়ে রাখার মত
৩) কথার এপিটাফ
কথা নেই আজ শুধু হাওয়ার সোহাগ
মাথা তুলে আছে দুর ধূ ধূ অন্তরীপ
দেওয়ালে হেলান দিয়ে থাকা
শূন্য কলস চোখ দ্বিধাহীন নির্বিকারময়
ইথার তরঙ্গ ভাসে আনকোরা ধ্রুবজন্ম থেকে
জোৎস্নায় নীলডানা পাখির সাথে
ঈশ্বর খেলা করে বক্ষ নভোতলে
সুগন্ধী তালিকা প্রস্তুত, দেওয়ালে টাঙানো
ফুরানো বছরের সব দিনলিপি
কিছু বেওয়ারিশ বাক্য অপচয়
বাদবাকি গিলে নেওয়া স্তব্ধ চারপাশ
সেদিনের কথা ছিলো অন্য রকম কিছু
এখন অদৃশ্য জুড়ে নগ্ন নরম রোদ
দু’চারটি নিষিদ্ধ চাপান উতোর
ঝরা দিন, নিভু নিভু আলো আর
বেগুনী গোলাপ আঁকা কথার এপিটাফ ।।
Priyonka
March 17, 2021 |তিনটি কবিতাই অসাধারণ।
Kaushik Sen
April 2, 2021 |তিনটি দূর্দান্ত কবিতা পড়লাম। প্রথমটি সেরা।
Nupur Ray
April 6, 2021 |প্রতিটাই দারুণ লেগেছে।।